Pawan Singh: রাজনীতিতে টিকতে পারল না ভোজপুরি নায়ক পবন সিং

Bhojpuri singer Pawan Singh yadav
ভোজপুরি সুপারস্টার(Pawan Singh)পবন সিং কে তো সবাই চেনেন। পাওয়ার স্টার পবন সিং (bhojpuri)ভোজপুরী সিনেমার একজন জনপ্রিয় নায়ক। তার অভিনীত প্রত্যেকটা সিনেমা যথেষ্ট সুপারহিট এবং ব্যবসা সফল। পবন সিং যাদব একজন জনপ্রিয় গায়ক ও বটে। তার প্রত্যেকটি গানই অত্যন্ত সুপার হিট। বিভিন্ন দেশে তার যথেষ্ট ফ্যান ফলোয়ার লক্ষ্য করা যায়।

বর্তমান সময়ে অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রাজনীতি আসছেন।পবন সিং যাদব ও রাজনীতিতে আসতে চলেছে এমন একটি অভ্যাস পাওয়া গিয়েছিল। সেইমতো অনেকটাই এগিয়ে ছিল তার রাজনৈতিক পথ।যেহেতু(Pawan Singh yadav)পবন সিং যাদবের যথেষ্ট ফ্যান ফলোয়ার লক্ষ্য করা যায়, তিনি যদি ভোটে দাঁড়ান তাহলে তার জয় অনেকটাই নিশ্চিত । তার গানের যাদুতে তিনি প্রায় সবাইকে মাতিয়ে দিয়েছেন।

তিনি অভিনয় জগৎ ছেড়ে পুরোপুরি রাজনীতিতে আসতে চাননি তবে তিনি চেষ্টা করেছিলেন রাজনীতিতে এসে কিছুটা এগিয়ে যাওয়ার জন্য।সেই মতো পশ্চিমবঙ্গের আসানসোল থেকে ভোটে দাঁড়ানোর জন্য মনোনীত হয়েছিলেন এবং সবকিছু অনেক দূরে এগিয়ে গিয়েছিল। যদি বড় কোন সমস্যা বা প্রবলেম না হতো তাহলে হয়তো তিনি সেখান থেকে ভোটে লড়াই করতেন।

কিন্তু যখনই তার নাম ঘোষনা করা হয় ভোটে লড়াইয়ের জন্য তার কিছুক্ষণের মধ্য থেকে নানা রকম বিতর্ক  আরম্ভ হয় ।এই বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নানা রকম চাপানউতর শুরু হয়ে গিয়েছিল। বিতর্ক খুব গভীর আকার ধারণ করেছিল। তার বিভিন্ন গান নিয়ে সমাজ মাধ্যমে নানা আলোচনা বিতর্ক শুরু হয়েছিল যেটা অত্যান্ত খারাপ পরিস্তিতি ছিল তার জন্য। তার কিছু পরেই তিনি নিজে থেকেই এটা অনুধাবন করেছিলেন যে তার রাজনীতিতে আসাটা এই মুহূর্তে ঠিক সিদ্ধান্ত হচ্ছে না।

আর সেই কারণেই পবন সিং যাদব নিজে থেকে ঘোষণা করে যে ব্যক্তিগত কারণের জন্য আমি ভোটে লড়াই করতে পারছিনা। পবন সিং যাদব নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজনীতির ময়দান থেকে অনেকটাই দূরে সরে দাঁড়ান। এই মুহূর্তে তিনি সম্পূর্ণ মনোযোগ দিতে চলেছেন তার আপকামিং সিনেমাতে এবং সেই সঙ্গে তারা নতুন কিছু গান আসতে চলেছে। সিনেমা এবং গান নিয়েই ব্যাস্ত তিনি।

দেখা যাক পরবর্তী সময়ে আমরা ভোজপুরি সুপারস্টার পবন সিং যাদব কে রাজনীতির ময়দানে দেখতে পাই কিনা। এর আগে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকেই এমএলএ, এমপি হয়েছেন এবং দক্ষতার সহিত রাজনীতির ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন।

পবন সিং যাদব(Pawan Singh yadav)তাদের সঙ্গে একইভাবেই রাজনীতির ময়দান কাপাতে পারেন কিনা সেটাই দেখার। তার একশন ,গান, ড্যান্স সব কিছু দেখেই আমরা অভ্যস্ত। রাজনীতির ময়দানে তিনি কতটা দক্ষতার সহিত এগোতে পারেন। কিংবা ভবিষ্যতে তাকে রাজনীতির ময়দানে আমরা দেখতে পাবো কিনা সে বিষয়ে আমরা অপেক্ষায় থাকলাম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url